আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪২- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়

হাদীস নং: ৫৬৩১
আন্তর্জাতিক নং: ২২৩৩-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৫৬৩১। আমর ইবনে মুহাম্মাদ আন-নাকিদ (রাহঃ) ......... সালিম (রাহঃ) তাঁর পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, সব সাপ, বিশেষত পিঠে দুটি সাদা রেখাবিশিষ্ট ও লেজ কাটা সাপ মেরে ফেল। কেননা এ দুটি গর্ভপাত ঘটায় এবং দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়। রাবী বলেন, তাই ইবনে উমর (রাযিঃ) যে কোন সাপ পেলে তাকে মেরে ফেলতেন। (একদিন) আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির (রাহঃ) অথবা যায়দ ইবনে খাত্তাব (রাহঃ) তাকে দেখলেন যে, তিনি একটি সাপ ধাওয়া করছেন। তখন তিনি [আবু লূবাবা বা যায়দ (রাহঃ)] বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বাড়ি-ঘরে অবস্থানকারী (সাপ) মারতে নিষেধ করেছেন।
كتاب قتل الحيات و غيرها
وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " اقْتُلُوا الْحَيَّاتِ وَذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَسْتَسْقِطَانِ الْحَبَلَ وَيَلْتَمِسَانِ الْبَصَرَ " . قَالَ فَكَانَ ابْنُ عُمَرَ يَقْتُلُ كُلَّ حَيَّةٍ وَجَدَهَا فَأَبْصَرَهُ أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ أَوْ زَيْدُ بْنُ الْخَطَّابِ وَهُوَ يُطَارِدُ حَيَّةً فَقَالَ إِنَّهُ قَدْ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৫৬৩১ | মুসলিম বাংলা