আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৪৫
৮৫৬. একই কবরে দু’ বা তিনজনকে দাফন করা।
১২৬৪। সাঈদ ইবনে সুলাইমান (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি খবর দিয়েছেন যে, নবী (ﷺ) উহুদের শহীদগণের দু’ দু’জনকে একত্র করে দাফন করেছিলেন।
