আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪১- চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৫৫৭০
আন্তর্জাতিক নং: ২২১১-২
২৬. প্রতিটি রোগের ঔষধ রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
৫৫৭০। আবু কুরায়ব (রাহঃ) ......... হিশাম (রাহঃ) থেকে উল্লেখিত সনদে হাদীস বর্ণনা করেন। তবে আবু কুরায়ব (রাহঃ) এর উর্ধ্বতন রাবী ইবনে নুমাইর (রাহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, ‘তার (রোগিণী) ও তার কামিসের গিরেবানের মাঝে পানি ঢেলে দিতেন’ আর (অপর উর্ধ্বতন রাবী) উসামা (রাযিঃ) এর হাদীসে জ্বর জাহান্নামের তাপসঞ্জাত’ কথাটি তিনি উল্লেখ করেননি।

আবু আহমাদ বলেন, ইবরাহীম ইবনে সুফিয়ান বলেন, আমাদের কাছে হাসান ইবনে বিশর হাদীস বর্ণনা করেছেন, (তিনি বলেন) আমাদের এই সূত্রে আবু উসামা হাদীস বর্ণনা করেছেন।
باب لِكُلِّ دَاءٍ دَوَاءٌ وَاسْتِحْبَابُ التَّدَاوِي
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ صَبَّتِ الْمَاءَ بَيْنَهَا وَبَيْنَ جَيْبِهَا . وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ أَبِي أُسَامَةَ " أَنَّهَا مِنْ فَيْحِ جَهَنَّمَ " . قَالَ أَبُو أَحْمَدَ قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ بِهَذَا الإِسْنَادِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)