আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৩৪
৮৪৭. জানাযার নামাযে চার তাকবীর বলা।
১২৫৩। মুহাম্মাদ ইবনে সিনান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) (আবিসিনিয়ার বাদশাহ) আসহামা-নাজাশীর জানাযার নামায আদায় করলেন, তাতে তিনি চার তাকবীর বললেন।
ইয়াযীদ ইবনে হারুন ও আব্দুস সামাদ (রাহঃ) সালীম (রাহঃ) থেকে ’আসহামা’* শব্দ বর্ণনা করেন।
*'আসহামা' হচ্ছে ঐ সম্রাটের নাম এবং তার উপাধি হচ্ছে 'নাজাশী'।
ইয়াযীদ ইবনে হারুন ও আব্দুস সামাদ (রাহঃ) সালীম (রাহঃ) থেকে ’আসহামা’* শব্দ বর্ণনা করেন।
*'আসহামা' হচ্ছে ঐ সম্রাটের নাম এবং তার উপাধি হচ্ছে 'নাজাশী'।
