৫. সন্তান জন্ম নিলে নবজাতককে ’তাহনীক’ করা খুরমা ইত্যাদি (চিবিয়ে তার মুখে ’বরকত’ দেয়া) এবং (এ উদ্দেশ্যে) তাকে কোন সালিহ (পুণ্যবান) ব্যক্তির কাছে নিয়ে যাওয়া মুস্তাহাব। জন্মের দিনে নাম রাখা জায়েয। আব্দুল্লাহ এবং ইবরাহীম ও অন্যান্য নবীগণের নামে নাম রাখা মুস্তাহাব
৫৪৩৩। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আসমা বিনতে আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে গর্ভে ধারণকৃত অবস্থায় হিজরত করে রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে পৌছলেন। তারপর তিনি উসামা এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।