আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩২৭
৮৪৩. মুসল্লা (ঈদগাহ বা জানাযার জন্য নির্ধারিত স্থান) এবং মসজিদে জানাযার নামায আদায় করা।
১২৪৭। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (আবিসিনিয়ার বাদশাহ) নাজাশীর মৃত্যুর দিনই আমাদের তার মৃত্যু সংবাদ জানান এবং ইরশাদ করেনঃ তোমরা তোমাদের ভাই-এর (নাজাশীর) জন্য ইস্তিগফার কর।
আর ইবনে শিহাব (রাহঃ) সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাদের নিয়ে মুসল্লায় কাতার করলেন, এরপর চার তাকবীর আদায় করেন।
আর ইবনে শিহাব (রাহঃ) সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাদের নিয়ে মুসল্লায় কাতার করলেন, এরপর চার তাকবীর আদায় করেন।
