৩. উত্তম নাম দ্বারা মন্দ নাম পরিবর্তন করা এবং ’বাররাহ’ নামটি যায়নাব, জুয়ায়রিয়া ও অনুরূপ নামে পরিবর্তিত করা মুস্তাহাব
৫৪২০। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) এর এক কন্যাকে, عَاصِيَةُ নামে ডাকা হত। রাসূলুল্লাহ (ﷺ) তার নামকরণ করলেন, ‘জামীলা’।