আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৯- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫৪১১
আন্তর্জাতিক নং: ২১৩৩-৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১. ’আবুল কাসিম’ উপনাম গ্রহণ নিষিদ্ধ এবং পছন্দনীয় নামের বিবরণ
৫৪১১। উমাইয়া ইবনে বিসতাম, আলী ইবনে হুজর (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে ইবনে উয়াইনা (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি ″তোমার চোখ শীতল করব না″ কথাটি উল্লেখ করেননি।
كتاب الآداب
باب النَّهْىِ عَنِ التَّكَنِّي، بِأَبِي الْقَاسِمِ وَبَيَانِ مَا يُسْتَحَبُّ مِنَ الأَسْمَاءِ .
وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - كِلاَهُمَا عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، . بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)