আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩১৯
৮৩৭. জানাযার নামাযের কাতার।
১২৪০। মুসলিম (রাহঃ) ......... শা’বী (রাহ:) থেকে বর্ণিত, তিনি বলেন, এমন এক সাহাবী যিনি নবী (ﷺ) এর সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি আমাকে খবর দিয়েছেন যে, নবী (ﷺ) একটি পৃথক কবরের কাছে গমন করলেন এবং লোকদের কাতারবদ্ধ করে চার তাকবীরের সঙ্গে (জানাযার নামায) আদায় করলেন।
(শায়বানী (রাহঃ) বলেন) আমি শা’বী (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনে আব্বাস (রাযিঃ)।
(শায়বানী (রাহঃ) বলেন) আমি শা’বী (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনে আব্বাস (রাযিঃ)।
