আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৮- পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৫২৭১
আন্তর্জাতিক নং: ২০৮১
৬. সাদাসিধে পোশাক পরা। পোশাক, বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশমী ও নকশী করা কাপড় পরার বৈধতা প্রসঙ্গে
৫২৭১। সুরায়জ ইবনে ইউনুস, ইবরাহীম ইবনে মুসা ও আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী (ﷺ) (গৃহ থেকে) একটি চাঁদর গায়ে দিয়ে বের হয়েছিলেন যাতে কালো পশম দ্বারা উটের হাওদার চিত্র চিত্রিত ছিল।
بَاب التَّوَاضُعِ فِي اللِّبَاسِ وَالِاقْتِصَارِ عَلَى الْغَلِيظِ مِنْهُ وَالْيَسِيرِ فِي اللِّبَاسِ وَالْفِرَاشِ وَغَيْرِهِمَا وجواز لبس الثوب الشعر، وما فيه أعلام
وَحَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، بْنُ زَكَرِيَّاءَ أَخْبَرَنِي أَبِي، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ .
হাদীসের ব্যাখ্যা:
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-এর এ বর্ণনা দ্বারা জানা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের তৈরি চাদর পরেছেন এবং তা ছিল কালো রঙের। এর দ্বারা পশমের তৈরি পোশাক পরা জায়েয প্রমাণিত হল। কুরআন মাজীদে আল্লাহ তা'আলা মানুষের প্রতি তাঁর অনুগ্রহরাজির মধ্যে বিভিন্ন পশুর পশম বিবিধ কাজে ব্যবহার করতে পারার কথাও উল্লেখ করেছেন। যেমন ইরশাদ হয়েছে-
وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ
আর তার (অর্থাৎ ছাগলের) পশম, (ভেড়ার) লোম ও (উটের) কেশ দ্বারা গৃহসামগ্রী ও এমনসব জিনিসের ব্যবস্থা করেন, যা কিছুকাল তোমাদের উপকারে আসে।(সূরা নাহল, আয়াত ৮০) অর্থাৎ বিভিন্ন পশুর পশম দ্বারা তৈরি চাদর, কম্বল, পোশাক প্রভৃতি সামগ্রী তৈরি করে তোমরা তা দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাক।
আরও প্রমাণিত হল কালো রঙের পোশাক পরাও জায়েয, যদিও সাদা রঙের পোশাক পরা উত্তম।
এ হাদীছ দ্বারা আরও জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমি চাদরে হাওদার ছবি ছিল। উটের পিঠে স্থাপিত যে আসনে আরোহী বসে থাকে, তার নাম হাওদা। হাওদা একটি নিষ্প্রাণ বস্তু। কাজেই পোশাকে কোনও নিষ্প্রাণ বস্তুর ছবি থাকলে তা পরিধান করাতে কোনও দোষ নেই। নিষেধ হল কেবল প্রাণীর ছবি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পশমের তৈরি পোশাক পরা জায়েয।
খ. পোশাক কালো রঙের হলে তাতে কোনও দোষ নেই।
গ. নিষ্প্রাণ কোনও বস্তুর ছবিযুক্ত পোশাক পরা দূষণীয় নয়।
وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ
আর তার (অর্থাৎ ছাগলের) পশম, (ভেড়ার) লোম ও (উটের) কেশ দ্বারা গৃহসামগ্রী ও এমনসব জিনিসের ব্যবস্থা করেন, যা কিছুকাল তোমাদের উপকারে আসে।(সূরা নাহল, আয়াত ৮০) অর্থাৎ বিভিন্ন পশুর পশম দ্বারা তৈরি চাদর, কম্বল, পোশাক প্রভৃতি সামগ্রী তৈরি করে তোমরা তা দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাক।
আরও প্রমাণিত হল কালো রঙের পোশাক পরাও জায়েয, যদিও সাদা রঙের পোশাক পরা উত্তম।
এ হাদীছ দ্বারা আরও জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমি চাদরে হাওদার ছবি ছিল। উটের পিঠে স্থাপিত যে আসনে আরোহী বসে থাকে, তার নাম হাওদা। হাওদা একটি নিষ্প্রাণ বস্তু। কাজেই পোশাকে কোনও নিষ্প্রাণ বস্তুর ছবি থাকলে তা পরিধান করাতে কোনও দোষ নেই। নিষেধ হল কেবল প্রাণীর ছবি।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পশমের তৈরি পোশাক পরা জায়েয।
খ. পোশাক কালো রঙের হলে তাতে কোনও দোষ নেই।
গ. নিষ্প্রাণ কোনও বস্তুর ছবিযুক্ত পোশাক পরা দূষণীয় নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
