আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ

হাদীস নং: ৫১৬৭
আন্তর্জাতিক নং: ২০৪৭-৩
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
২৬. মদীনার খেজুরের শ্রেষ্ঠত্ব
৫১৬৭। ইবনে আবু উমর (রাহঃ), অন্য সনদে ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... হাশিম ইবনে হাশিম (রাহঃ) থেকে উল্লেখিত সনদে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তাদের রিওয়ায়াতে ″আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি″ উক্তিটি উল্লেখ করেন নি।
كتاب الأشربة
باب فَضْلِ تَمْرِ الْمَدِينَةِ
وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، ح وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ كِلاَهُمَا عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، بِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ وَلاَ يَقُولاَنِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: