২১. খেজুরের বিচি খেজুরের বাইরে ফেলা মুস্তাহাব এবং মেযবানের জন্য মেহমানের দুআ করা, নেককার মেহমানের কাছে দুআ চাওয়া ও মেহমানের তা সাড়া দেওয়া মুস্তাহাব
৫১৫৬। মুহাম্মাদ ইবনে বাশশার ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তারা উভয়েই দুআঙ্গুলের মাঝ দিয়ে বিচি ফেলে দেয়ার ব্যাপারে (শু’বার) সন্দেহের কথা উল্লেখ করেননি।