আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৯৬
৮২০. মুসীবতে মাথা মুড়ানো নিষেধ।
হাকাম ইবনে মুসা (রাহঃ)......... আবু বুরদা ইবনে আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী (রাযিঃ) কঠিন রোগে আক্রান্ত হলেন। এমনকি তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তখন তাঁর মাথা তাঁর পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। তিনি তাকে কোন জওয়াব দিতে পারছিলেন না। চেতনা ফিরে পেলে তিনি বললেন, সেসব লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখি না যাদের সাথে রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্ক ছিন্ন করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) সেসব নারীর সাথে সম্পর্কচ্ছেদের কথা প্রকাশ করেছেন- যারা চিৎকার করে কাদে, যারা মাথা মুড়ায় এবং যারা জামাকাপড় ছিড়েঁ ফেলে।
পরিচ্ছেদঃ ৮২১. যারা গাল চাপড়ায় তারা আমাদের তরীকাভুক্ত নয়।
হাকাম ইবনে মুসা (রাহঃ)......... আবু বুরদা ইবনে আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী (রাযিঃ) কঠিন রোগে আক্রান্ত হলেন। এমনকি তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তখন তাঁর মাথা তাঁর পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। তিনি তাকে কোন জওয়াব দিতে পারছিলেন না। চেতনা ফিরে পেলে তিনি বললেন, সেসব লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখি না যাদের সাথে রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্ক ছিন্ন করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) সেসব নারীর সাথে সম্পর্কচ্ছেদের কথা প্রকাশ করেছেন- যারা চিৎকার করে কাদে, যারা মাথা মুড়ায় এবং যারা জামাকাপড় ছিড়েঁ ফেলে।
পরিচ্ছেদঃ ৮২১. যারা গাল চাপড়ায় তারা আমাদের তরীকাভুক্ত নয়।
১২১৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেছেনঃ যারা শোকে গালে চাপড়ায়, জামার বুক ছিড়েঁ ফেলে ও জাহিলী যুগের মত চিৎকার দেয়, তারা আমাদের তরীকাভুক্ত নয়।
