আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ

হাদীস নং: ৫০৯৪
আন্তর্জাতিক নং: ২০২০-২
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১২. পানাহারের আদবসমূহ ও তার বিধান
৫০৯৪। কুতায়বা (রাহঃ) ......... (মালিক ইবনে আনাস (রাযিঃ) থেকে), অন্য সনদে ইবনে নুমাইর (রাহঃ) পিতা নুমাইর থেকে, অপর একটি সনদে ইবনে মুসান্না (রাহঃ) ইয়াহয়া আল-কাততান (রাহঃ) থেকে, শেষোক্ত দু’জন উবাইদুল্লাহ থেকে, আর তারা সকলে যুহরী (রাহঃ) থেকে সুফিয়ান (রাহঃ) এর (অনুরূপ) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
كتاب الأشربة
باب آدَابِ الطَّعَامِ وَالشَّرَابِ وَأَحْكَامِهِمَا
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - كِلاَهُمَا عَنْ عُبَيْدِ اللَّهِ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ سُفْيَانَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: