আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৭১
৮০৬. কামীস ব্যতীত কাফন।
১১৯৭। আবু নু’আইম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কে তিনখানি সাদা সুতী সাহুলী (ইয়ামনী) কাপড়ে কাফন দেওয়া হয়েছে, তার মধ্যে কামীস এবং পাগড়ী ছিল না।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আবু নু’আইম (রাহঃ) ثَلاَثَة শব্দটি বলেন নি। আর আব্দুল্লাহ ইবনে ওয়ালীদ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় ثَلاَثَة শব্দটি বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন