আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৮৯
আন্তর্জাতিক নং: ১৯৫২-২
৮. টিড্ডি খাওয়ার বৈধতা
৪৮৮৯। আবু বাকুর ইবনে আবি শাঈবা (রাহঃ), ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) সকলেই ইবনে উয়াইনা (রাহঃ) এর সূত্রে আবু ইয়াফূর (রাহঃ) থেকে উল্লিখিত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে আবু বকর (রাহঃ) তাঁর রিওয়ায়াতে সাতটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। আর ইসহাক বলেছেন, ছয়টির কথা এবং ইবনে আবু উমর (রাহঃ) বলেছেন ছয়টি অথবা সাতটি।
باب إِبَاحَةِ الْجَرَادِ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، بِهَذَا الإِسْنَادِ . قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ سَبْعَ غَزَوَاتٍ وَقَالَ إِسْحَاقُ سِتَّ وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ سِتَّ أَوْ سَبْعَ .


বর্ণনাকারী: