আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৮১
আন্তর্জাতিক নং: ১৯৪৫-৩
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
৭. গুই সাপ (শণ্ডা) হালাল
৪৮৮১। আব্দুল মালিক ইবনে শু’আয়ব ইবনে লাঈস (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মায়মুনা (রাযিঃ) এর ঘরে থাকা অবস্থায় তাঁর কাছে গুইসাপের গোশত আনা হলো। তখন খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) তাঁর কাছে উপস্থিত ছিলেন। ইবনে মুনকাদির পরবর্তী অংশ যুহুরী (রাহঃ) এর বর্ণনার সমার্থক হাদীস বর্ণনা করেন।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب إِبَاحَةِ الضَّبِّ
وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي خَالِدُ بْنُ، يَزِيدَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، أَنَّ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، أَخْبَرَهُ عَنِ ابْنِ، عَبَّاسٍ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِ مَيْمُونَةَ وَعِنْدَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِلَحْمِ ضَبٍّ . فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ .