আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৬৭
৮০৪. মুহরিম ব্যক্তিকে কিভাবে কাফন দেওয়া হবে।
১১৯৩। আবু নু’মান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তির উট তার ঘাড় মটকে দিল (ফলে সে মারা গেল)। আমরা তখন রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ছিলাম। সে ছিল ইহরাম অবস্থায়। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দু’কাপড়ে তাকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা আবৃত করো না। কেননা, আল্লাহপাক কিয়ামতের দিন তাকে মুলাব্বিদ* \ তালবিয়া পাঠকারী** অবস্থায় উঠিয়ে নিবেন।

*মুলাব্বিদঃ মাথার চুল এলোমেলো না হওয়ার জন্য মোম জাতীয় আঠালো দ্রব্য ব্যবহারকারী, এখানে ইহ্‌রামরত অবস্থায় বুঝানো হয়েছে।

** ইহরাম অবস্থায় যে দু'আ পাঠ করা হয় لبيك اللهم لبيك ... ।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক....এ দু'আকে তালবিয়া বলে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন