আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৭১
আন্তর্জাতিক নং: ১৯৪৩-২
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
৭. গুই সাপ (শণ্ডা) হালাল
৪৮৭১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে গুইশাপ (শণ্ডা) খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলো; তখন তিনি বললেনঃ আমি তা খাই না এবং তা হারামও বলি না।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب إِبَاحَةِ الضَّبِّ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " .