আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৬৫
৮০২. দু’কাপড়ে কাফন দেওয়া ।
১১৯১। আবু নু’মান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাতে উকুফ অবস্থায় হঠাৎ তার উটনী থেকে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে গেল অথবা রাবী বলেছেন, তাঁর ঘাড় মটকিয়ে দিল (এতে সে মারা যায়)। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দু’ কাপড়ে তাঁকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না। কেননা, কিয়ামতের দিন সে তালবিয়া* পাঠ করতে করতে উত্থিত হবে।
* ইহরাম অবস্থায় যে দু'আ পাঠ করা হয় لبيك اللهم لبيك ... । লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক....এ দু'আকে তালবিয়া বলে।
* ইহরাম অবস্থায় যে দু'আ পাঠ করা হয় لبيك اللهم لبيك ... । লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক....এ দু'আকে তালবিয়া বলে।
