আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২- ইলমের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৯
৮৪। ইলম মুখস্ত করা
১১৯। আবু মুসআব আহমদ ইবনে আবু বকর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার কাছ থেকে বহু হাদীস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাঁদর খুলে ধর। আমি খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলী করে তাতে কিছু ঢেলে দেওয়ার মত করে বললেনঃ এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধর। আমি তা বুকের সাথে লাগালাম। এরপর আমি আর কিছুই ভুলিনি।
ইবরাহীম ইবনুল মুনযির (রাহঃ) ..... ইবনে আবু ফুদায়ক (রাহঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং তাতে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে সে চাঁদরের মধ্য (কিছু) দিলেন।
ইবরাহীম ইবনুল মুনযির (রাহঃ) ..... ইবনে আবু ফুদায়ক (রাহঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং তাতে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে সে চাঁদরের মধ্য (কিছু) দিলেন।
