আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৪০
আন্তর্জাতিক নং: ১৯৩৪-২
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
৩. হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম
৪৮৪০। হাজ্জাজ ইবনে শাইর (রাহঃ) ......... শুবা (রাহঃ) থেকে এ সনেদ অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب تَحْرِيمِ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَكُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
বর্ণনাকারী: