আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৪৩
৭৮৬. কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া।
১১৭১। সাঈদ ইবনে উফাইর (রাহঃ) ......... লাঈস (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
আর নাফি’ ইবনে ইয়াযীদ (রাহঃ) উকাইল (রাহঃ) সূত্রে বলেন- مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?* শু’য়াইব, আমর ইবনে দীনার ও মা’মার (রাহঃ) উকাইল (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
*অর্থাৎ প্রথম বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِي আমার সঙ্গে কি ব্যবহার করা হবে? আর দ্বিতীয় বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?
আর নাফি’ ইবনে ইয়াযীদ (রাহঃ) উকাইল (রাহঃ) সূত্রে বলেন- مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?* শু’য়াইব, আমর ইবনে দীনার ও মা’মার (রাহঃ) উকাইল (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
*অর্থাৎ প্রথম বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِي আমার সঙ্গে কি ব্যবহার করা হবে? আর দ্বিতীয় বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?


বর্ণনাকারী: