আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৪- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
হাদীস নং: ৪৫৯৪
আন্তর্জাতিক নং: ১৮৩৪
- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
৮. পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে শাসকের আনুগত্য ওয়াজিব। পাপের কাজে আনুগত্য হারাম
৪৫৯৪। যুহাইর ইবনে হারব ও হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে জুরায়জ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (মহান আল্লাহর বাণীঃ) হে ঈমাদারগণ! আল্লাহ ও রাসুল এবং তোমাদের মধ্যকার শাসকের আনুগত্য করবে” আয়াতখানা আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস ইবনে আদী সাহমী (রাযিঃ) এর শানে নাযিল হয়েছে। যখন নবী (ﷺ) তাকে একটি সামরিক অভিযানে প্রেরণ করেছিলেন। ইয়ালা ইবনে মুসলিম, সাঈদ ইবনে জুবাইরের সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে এ হাদীস খানা আমার নিকট বর্ণনা করেছেন।
كتاب الإمارة
باب وُجُوبِ طَاعَةِ الأُمَرَاءِ فِي غَيْرِ مَعْصِيَةٍ وَتَحْرِيمِهَا فِي الْمَعْصِيَةِ
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ نَزَلَ ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ السَّهْمِيِّ بَعَثَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ . أَخْبَرَنِيهِ يَعْلَى بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ .
বর্ণনাকারী: