আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৩০
৭৭৯. সিজদায়ে সাহুতে তাকবীর বলা ।
১১৫৮। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে বুহাইনা আসাদী (রাযিঃ) —যিনি বনু আব্দুল মুত্তালিবের সঙ্গে মৈত্রী চুক্তিবদ্ধ ছিলেন— থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের নামায (দু’রাকআত আদায় করার পর) না বসে দাঁড়িয়ে গেলেন। নামায পূর্ণ করার পর সালাম ফিরাবার আগে তিনি বসা অবস্থায় ভুলে যাওয়া বৈঠকের স্থলে দু’টি সিজদা সম্পূর্ণ করলেন, প্রতি সিজদায় তাকবীর বললেন। মুসল্লীগণও তাঁর সঙ্গে এ দু’টি সিজদা করল।
ইবনে শিহাব (রাহঃ) থেকে তাকবীরের কথা বর্ণনায় ইবনে জুরাইজ (রাহঃ) লাঈস (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে তাকবীরের কথা বর্ণনায় ইবনে জুরাইজ (রাহঃ) লাঈস (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
