আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৩- জিহাদের বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ৪৩৭৭
আন্তর্জাতিক নং: ১৭৩৩-২
৩. সহজ পন্থা অবলম্বন ও বিতৃষ্ণা সৃষ্টি না করার নির্দেশ
৪৩৭৭। মুহাম্মাদ ইবনে আব্বাদ, ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) উভয়েই ......... সাঈদ ইবনে আবু বুরদাহ (রাহঃ) এর দাদার সূত্রে নবী (ﷺ) থেকে উল্লিখিত শু’বা (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু যায়দ ইবনে আবু উনায়সা (রাহঃ) এর হাদীসে ″এবং সমঝোতার সাথে কাজ করবে, মতবিরোধ করবে না″ এ কথার উল্লেখ নেই।
باب فِي الأَمْرِ بِالتَّيْسِيرِ وَتَرْكِ التَّنْفِيرِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي خَلَفٍ عَنْ زَكَرِيَّاءَ بْنِ عَدِيٍّ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، كِلاَهُمَا عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . نَحْوَ حَدِيثِ شُعْبَةَ وَلَيْسَ فِي حَدِيثِ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ " وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا " .


বর্ণনাকারী: