আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩২- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৪৩৬১
আন্তর্জাতিক নং: ১৭২৫
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
১. হাজিগণের হারানো বস্তু প্রাপ্তি
৪৩৬১। আবু তাহির ও ইউনুস ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি হারানো বস্তু উঠিয়ে রাখল সে যদি তা প্রচার না করে তবে সে পথহারা।
كتاب اللقطة
باب فِي لُقَطَةِ الْحَاجِّ
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ أَبِي سَالِمٍ الْجَيْشَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، الْجُهَنِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ مَا لَمْ يُعَرِّفْهَا " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)