আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩২- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৪৩৫৮
আন্তর্জাতিক নং: ১৭২৩-২
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৪৩৫৮। আব্দুর রহমান ইবনে বিশর আব্দী (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে গাফলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি যায়দ ইবনে সোহান এবং সালমান ইবনে রাবীআ এর সাথে বের হলাম। এবং আমি একটি ছড়ি পেলাম। তারপর তিনি উল্লিখিত হাদীসের অনুরূপ ...... ″(তা আমি ভোগ করলাম)″ পর্যন্ত বর্ণনা করেন। শু’বা (রাযিঃ) বলেন, পরে আমি তাঁকে দশ বছর পর বলতে শুনেছি যে, তিনি উহা এক বছর পর্যন্ত ঘোষণা করেছিলেন।
وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سَلَمَةُ، بْنُ كُهَيْلٍ أَوْ أَخْبَرَ الْقَوْمَ، وَأَنَا فِيهِمْ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَوَجَدْتُ سَوْطًا . وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ فَاسْتَمْتَعْتُ بِهَا . قَالَ شُعْبَةُ فَسَمِعْتُهُ بَعْدَ عَشْرِ سِنِينَ يَقُولُ عَرَّفَهَا عَامًا وَاحِدًا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)