আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩২- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
হাদীস নং: ৪৩৫৬
আন্তর্জাতিক নং: ১৭২২-৮
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৪৩৫৬। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... যাহহাক ইবনে উসমান (রাহঃ) থেকে এই একই সূত্রে বর্ণনা করেন। আর তিনি তাঁর হাদীসে বলেছেন যে, যদি তা চিনা যায়, (সন্ধান পাওয়া যায়) তবে তাকে তা দিয়ে দেবে। অন্যথায় তুমি তার থলে, তার বন্ধন, তার আবরণ ও (মুদ্রার) সংখ্যা চিনে রাখবে।
وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ " فَإِنِ اعْتُرِفَتْ فَأَدِّهَا وَإِلاَّ فَاعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا " .


বর্ণনাকারী: