আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩১- আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান

হাদীস নং: ৪৩২৮
আন্তর্জাতিক নং: ১৭১৪-১
৩. হিন্দা (রাযিঃ) এর ঘটনা
৪৩২৮। আলী ইবনে হুজর সা’দী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হিন্দা বিনতে উতবা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি। তিনি আমার এবং আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না। তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি। এতে কি আমার কোন দোষ (পাপ) হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তার সম্পদ থেকে তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয় এমন সঙ্গত পরিমাণ নিতে পার।
باب قَضِيَّةِ هِنْدٍ
حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ امْرَأَةُ أَبِي سُفْيَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ لاَ يُعْطِينِي مِنَ النَّفَقَةِ مَا يَكْفِينِي وَيَكْفِي بَنِيَّ إِلاَّ مَا أَخَذْتُ مِنْ مَالِهِ بِغَيْرِ عِلْمِهِ . فَهَلْ عَلَىَّ فِي ذَلِكَ مِنْ جُنَاحٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خُذِي مِنْ مَالِهِ بِالْمَعْرُوفِ مَا يَكْفِيكِ وَيَكْفِي بَنِيكِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)