আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩০- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৪৩০৭
আন্তর্জাতিক নং: ১৭০৬-৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৭. মদ্যপানের শাস্তি
৪৩০৭। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মদপানের অপরাধে জুতা এবং খেজুরের ডাল দ্বারা চল্লিশটি আঘাত করতেন। অতঃপর উল্লিখিত হাদীস বর্ণনাকারীদ্বয়ের অনুরূপ বর্ণনা করেন। আর তিনি ......... ″সবুজ শ্যামল বসতি″ কথাটির উল্লেখ করেন নি।
كتاب الحدود
باب حَدِّ الْخَمْرِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّوسلم كَانَ يَضْرِبُ فِي الْخَمْرِ بِالنِّعَالِ وَالْجَرِيدِ أَرْبَعِينَ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمَا وَلَمْ يَذْكُرِ الرِّيفَ وَالْقُرَى .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)