আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২০২
৭৬০. নামাযে যে ব্যক্তি প্রত্যক্ষভাবে কারো নাম নিলো অথবা কাউকে সালাম করল অথচ সে তা জানেও না।
১১২৯। আমর ইবনে ঈসা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নামাযের (বৈঠকে) আততাহিয়্যাতু ..... বলতাম, তখন আমাদের একে অপরকে সালামও করতাম। রাসূলুল্লাহ (ﷺ) তা শুনে ইরশাদ করলেনঃ তোমরা বলবে ......التَّحِيَّاتُ لِلَّهِ ″যাবতীয় মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহরই জন্য। হে (মহান) নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত (বর্ষিত) হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর সালিহ বান্দাদের প্রতি; আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।″ কেননা, তোমরা এরূপ করলে আসমান ও যমীনে আল্লাহর সকল সালিহ বান্দাকে তোমরা যেন সালাম করলে।
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামাযের প্রত্যেক বৈঠকে আত্তাহিয়্যাতু... পাঠ করতে হয়। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫১০) হযরত ইবনে মাসউদ রা. থেকে একটি হাসান সনদে বর্ণিত আছে যে, তাশাহহুদ নিঃশব্দে পড়া সুন্নাতের অন্তর্ভূক্ত। (তিরমিযী: ২৯১) এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, তাশাহহুদ নীরবে পড়তে হয়। আর এটাই উম্মাতের সর্বসম্মত আমল।
