আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২০০
৭৫৮. নামাযে কথা বলা নিষিদ্ধ হওয়া।
১১২৭। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সময়ে নামাযের মধ্যে কথা বলতাম। আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ দরকারী বিষয়ে কথা বলত। অবশেষে এ আয়াত নাযিল হল- {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَالصَّلاَةِ الوُسْطَى، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} ″তোমরা তোমাদের নামায সমূহকে সংরক্ষণ কর ও নিয়মানুবর্তীতা রক্ষা কর; বিশেষত মধ্যবর্তী (আসর) নামাযে, আর তোমরা (নামাযে) আল্লাহর উদ্দেশ্যে একাগ্রচিত্ত হও।″ (২ঃ ২৩৮)। এরপর থেকে আমরা নামাযে নিরব থাকতে আদিষ্ট হলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন