আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৮- কসম-শপথ করার বিধান

হাদীস নং: ৪১৯২
আন্তর্জাতিক নং: ৯৯৭-৪
- কসম-শপথ করার বিধান
১৩. মুদাব্বার গোলাম বিক্রি করা বৈধ
৪১৯২। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসারী এক লোক তার গোলামকে এই বলে আযাদ করল যে, আমার মৃত্যুর পর তুমি স্বাধীন। কিন্তু সে গোলাম ব্যতীত তার আর কোন সম্পদ ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিক্রি করলেন। জাবির (রাযিঃ) বলেন যে, ইবনে নাহহাম (রাযিঃ) তাকে ক্রয় করলো। সে ছিল একজন কিবতি গোলাম। ইবনে যুবাইর (রাযিঃ) এর খিলাফত কালের প্রথম বছর সে ইন্‌তিকাল করে।
كتاب الأيمان
باب جَوَازِ بَيْعِ الْمُدَبَّرِ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ دَبَّرَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ غُلاَمًا لَهُ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَاعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ جَابِرٌ فَاشْتَرَاهُ ابْنُ النَّحَّامِ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ فِي إِمَارَةِ ابْنِ الزُّبَيْرِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)