আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৮- কসম-শপথ করার বিধান
হাদীস নং: ৪১৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬০-২
৯. দাসীর প্রতি যিনার অপবাদদাতার ব্যাপারে কঠোর হুশিয়ারী
৪১৬৬। আবু কুরায়ব যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... উভয়ে ফুযায়ল ইবনে গাযওয়ান (রাযিঃ) থেকে একই সূত্রে বর্ণনা করেছেন। আর তাদের উভয়ের হাদীসে سَمِعْتُ أَبَا، الْقَاسِمِ صلى الله عليه وسلم نَبِيَّ التَّوْبَةِ (তাওবার নবী আবুল কাসিম (ﷺ) কে একথা বলতে শুনেছি) এর উল্লেখ আছে।
باب التَّغْلِيظِ عَلَى مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بِالزِّنَا
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ، يُوسُفَ الأَزْرَقُ كِلاَهُمَا عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِهِمَا سَمِعْتُ أَبَا، الْقَاسِمِ صلى الله عليه وسلم نَبِيَّ التَّوْبَةِ .


বর্ণনাকারী: