আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৮- কসম-শপথ করার বিধান
হাদীস নং: ৪১৫০
আন্তর্জাতিক নং: ১৬৫৬-৫
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৫০। আহমাদ ইবনে আব্দাতাদ্দাব্বী (রাহঃ) ......... নাফি (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ইবনে উমর (রাযিঃ) এর নিকট জি’ইররানা থেকে প্রত্যবর্তনের সময় রাসূলুল্লাহ (ﷺ) এর উমরা করার কথা উল্লেখ করা হল। তখন তিনি বললেন, সেখান থেকে তিনি উমরা করেননি। বর্ণনাকারী বলেন যে উমর (রাযিঃ) জাহিলী যুগে একরাত্রি ইতিকাফ করার মান্নত করেছিলেন। এরপর জারীর ইবনে হাযিম ও মা’মার সূত্রে আইয়ুব থেকে বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ ذُكِرَ عِنْدَ ابْنِ عُمَرَ عُمْرَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ فَقَالَ لَمْ يَعْتَمِرْ مِنْهَا - قَالَ - وَكَانَ عُمَرُ نَذَرَ اعْتِكَافَ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ وَمَعْمَرٍ عَنْ أَيُّوبَ .
বর্ণনাকারী: