আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৬- অছিয়াত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৪০৮২
আন্তর্জাতিক নং: ১৬৩৪-২
৫. যার কাছে ওসিয়্যাতযোগ্য কিছু নেই, তার ওসিয়্যাত না করা
৪০৮২। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইবনে নুমাইর (রাহঃ) ......... মালিক ইবনে মিগওয়াল (রাহঃ) এর সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য ওকী’ (রাহঃ) এর বর্ণনায় আছে ...... আমি (তালহা) বললাম, ″তা হলে কি করে মানুষকে ওসিয়াতের হুকুম করা হলো″? আর ইবনে নুমাইর (রাহঃ) এর বর্ণনায় আছে, ......... আমি বললাম, কিভাবে মুসলমানের উপর ওসিয়াত ফরয করা হলো?
باب تَرْكِ الْوَصِيَّةِ لِمَنْ لَيْسَ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، كِلاَهُمَا عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ وَكِيعٍ قُلْتُ فَكَيْفَ أُمِرَ النَّاسُ بِالْوَصِيَّةِ وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ قُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةُ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী:
সহীহ মুসলিম - হাদীস নং ৪০৮২ | মুসলিম বাংলা