আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১১
আন্তর্জাতিক নং: ১১৮২
৭৪৮. যোহরের (ফরযের) পূর্বে দু’ রাকাআত নামায।
১১১১। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যোহরের আগে চার রাকআত এবং (ফজরের আগে) দু’রাকআত নামায (কখনো) ছাড়তেন না। ইবনে আবু আদী ও আমর (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় ইয়াহয়া (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
باب الرَّكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ
1182 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ المُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الغَدَاةِ» تَابَعَهُ ابْنُ أَبِي عَدِيٍّ، وَعَمْرٌو، عَنْ شُعْبَةَ
