আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৭৪
৭৪৪. ফরযের পর নফল নামায আদায় না করা।
১১০৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আট রাকআত একত্রে যুহর ও আসরের এবং সাত রাকআত একত্রে মাগরিব-ইশার নামায আদায় করেছি। (তাই সে ক্ষেত্রে যুহর ও মাগরিবের পর সুন্নত আদায় হয় নি।) আমর (রাহঃ) বলেন, আমি বললাম, হে আবুশ শা’সা! আমার ধারণা, তিনি যুহর শেষ ওয়াক্তে এবং আসর প্রথম ওয়াক্তে আর ইশা প্রথম ওয়াক্তে ও মাগরিব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন। তিনি বলেছেন, আমিও তাই মনে করি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন