আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৯৭৯
আন্তর্জাতিক নং: ১৬০৫-৩
২০. খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখা হারাম
৩৯৭৯। (ইবরাহীম বলেন, মুসলিম বলেছেন) আমাদের জনৈক সাথী (মুহাদ্দিস) আমর ইবনে আওনের সূত্রে ......... আদী ইবনে কাব গোত্রের মা’মার ইবনে আবু মা’মার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অতঃপর ইয়াহয়া থেকে সুলাইমান ইবনে বিলাল (রাযিঃ) বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
باب تَحْرِيمِ الاِحْتِكَارِ فِي الأَقْوَاتِ
قَالَ إِبْرَاهِيمُ قَالَ مُسْلِمٌ وَحَدَّثَنِي بَعْضُ، أَصْحَابِنَا عَنْ عَمْرِو بْنِ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مَعْمَرِ، بْنِ أَبِي مَعْمَرٍ أَحَدِ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ عَنْ يَحْيَى .


বর্ণনাকারী: