আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৯৭৫
আন্তর্জাতিক নং: ১৬০৪-৩
- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
১৯. আগাম ক্রয় ’সালাম’ প্রসঙ্গে
৩৯৭৫। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসমাঈল ইবনে সালিম (রাহঃ) সকলেই ইবনে উয়াইনার সূত্রে ইবনে আবু নাজীহ (রাহঃ) থেকে উপরোক্ত সনদে আব্দুল ওয়ারিস (রাহঃ) এর বর্ণিত হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন। তবে ইবনে উয়াইনা (রাহঃ) নির্ধারিত সময়ের কথা উল্লেখ করেন নি।
كتاب المساقاة والمزارعة
باب السَّلَمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَ حَدِيثِ عَبْدِ الْوَارِثِ . وَلَمْ يَذْكُرْ " إِلَى أَجَلٍ مَعْلُومٍ " .
বর্ণনাকারী: