আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৯৩০
আন্তর্জাতিক নং: ১৫৯১-১
১৩. সুদ
৩৯৩০। আবু তাহির, আহমাদ ইবনে আমর ইবনে সারহ (রাহঃ) ......... ফুযালা ইবনে উবাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বরে আবস্থানকালে তাঁর নিকট গনিমতের একটা হার উপস্থিত করা হয়। উহাতে পুঁতি ও স্বর্ণ লাগানো ছিলো। হারটি বিক্রি হচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) হারের সাথে লাগানো স্বর্ণের ব্যাপারে আদেশ দান করেন। অতঃপর তা তুলে আলাদা করা হয়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান ওজনে বিক্রি করতে হবে।
باب الرِّبَا
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ أَنَّهُ سَمِعَ عُلَىَّ بْنَ رَبَاحٍ اللَّخْمِيَّ، يَقُولُ سَمِعْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الأَنْصَارِيَّ، يَقُولُ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِخَيْبَرَ بِقِلاَدَةٍ فِيهَا خَرَزٌ وَذَهَبٌ وَهِيَ مِنَ الْمَغَانِمِ تُبَاعُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالذَّهَبِ الَّذِي فِي الْقِلاَدَةِ فَنُزِعَ وَحْدَهُ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)