আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৬৫
৭৩৯. নফল নামায দু’রাকাআত করে আদায় করা।
১০৯৬। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে যোহরের আগে দু’রাকআত*, যুহরের পরে দু’রাকআত, জুমআর পরে দু’রাকআত, মাগরিবের পরে দু’রাকআত এবং ইশার পরে দু’রাকআত (সুন্নত) নামায আদায় করেছি।
*কোন কোন রিওয়ায়াতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত বর্ণিত হয়েছে, সে অনুসাবে হানাফী মাযহাব মতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত আদায় করা হয়। তবে, এ দু' রাক'আত তাহিয়্যাতুল মসজিদ হতে পারে। কারণ সুন্নত নামায প্রিয় নবী (ﷺ) গৃহে আদায় করে থাকতেন।
*কোন কোন রিওয়ায়াতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত বর্ণিত হয়েছে, সে অনুসাবে হানাফী মাযহাব মতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত আদায় করা হয়। তবে, এ দু' রাক'আত তাহিয়্যাতুল মসজিদ হতে পারে। কারণ সুন্নত নামায প্রিয় নবী (ﷺ) গৃহে আদায় করে থাকতেন।
