আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৯১০

পরিচ্ছেদঃ ১৩. সুদ

৩৯১০। কুতায়বা ইবনে সাঈদ ও মুহাম্মাদ ইবনে রুমহ (রাহঃ) ......... নাফি (রাহঃ) এর সূত্রে বর্ণিত যে, লাঈস গোত্রের জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ) কে বলল যে,আবু সাঈদ খুদরী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেনঃ কুতায়বার বর্ণনা অনুযায়ী এরপর আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) নাফি’ কে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর ইবনে রুমোহর বর্ণনা মতে নাফি (রাহঃ) বলেন, এরপর আব্দুল্লাহ (রাযিঃ) চলে গেলেন, আমিও লায়সী গোত্রের লোকটি তার সাথে ছিলাম। তিনি [আব্দুল্লাহ (রাযিঃ)]আবু সাঈদ খুদরী (রাযিঃ) এর কাছে পৌঁছে বললেন, এ (লাঈস) আমাকে জানিয়েছে যে, আপনি এ হাদীস অবহিত করছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রূপার বিনিময়ে রূপা সমতার পরিমাণ ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন, তদ্রূপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমতা ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন। তখন আবু সাঈদ (রাযিঃ) তার আঙ্গুলি দ্বারা তাঁর দুই চোখ ও দুই কানের দিকে ইঙ্গিত করে বললেন, আমার দুই চোখ দেখেছে ও দুই কান রাসূলুল্লাহ (ﷺ) -কে একথা বলতে শুনেছে যে, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না- সমান সমান পরিমাণ ব্যতীত। আর তোমরা উহার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশী করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

rabi

বর্ণনাকারী: