আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৮৯৫
১০. শিঙ্গা লাগানোর মজুরী হালাল
৩৮৯৫। আহমাদ ইবনে হাসান ইবনে খিরাশ (রাহঃ) ......... হুমায়দ (রাহঃ) এর থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) আমাদের একজন শিংগা বৃত্তিজীবী গোলামকে ডেকে পাঠান। সে তাঁর শরীরে শিংগা লাগায়। অতঃপর তিনি তাকে এক সা’ অথবা এক মুদ বা বা দু’মুদ পরিমাণ পরিশোধ করতে আদেশ করেন এবং তার সম্পর্কে আলোচনা করেন। এতে তার উপর থেকে দৈনিক প্রদেয় রূপে ধার্যকৃত পরিমাণ হ্রাস করে দেওয়া হয়।
باب حِلِّ أُجْرَةِ الْحِجَامَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا لَنَا حَجَّامًا فَحَجَمَهُ فَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ عَنْ ضَرِيبَتِهِ .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ মুসলিম - হাদীস নং ৩৮৯৫ | মুসলিম বাংলা