আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৬১
৭৩৮. দু’ রাকাআত (ফজরের সুন্নত) এর পর কথাবার্তা বলা এবং না শোয়া।
১০৯২। বিশর ইবনে হাকাম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) (ফজরের সুন্নত) নামায আদায় করার পর আমি জেগে থাকলে, তিনি আমার সাথে কথাবার্তা বলতেন, অন্যথায় (জামাআতের সময় হয়ে যাওয়ার) অবগতি প্রদান পর্যন্ত ডান কাতে শুয়ে থাকতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন