আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৮২৮
১. বৃক্ষ রোপণ ও ফসল ফলানোর ফযীলত
৩৮২৮। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব, ইসহাক ইবনে ইবরাহীম ও আমরুন নাকিদ (রাহঃ) হাফস ইবনে গিমাস (রাহঃ) থেকে, আবু কুরায়ব ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) একত্রে আবু মুআবিয়া (রাযিঃ) থেকে, আমরুন নাকিদ (রাহঃ) আম্মার ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে এবং আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ইবনে ফুযায়ল (রাহঃ) থেকে এবং এরা প্রত্যেকেই আ’মাশ এর সূত্রে জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তবে আম্মার (রাহঃ) থেকে আমরের বর্ণনায় ও মুআবিয়ার থেকে আবু বকরের বর্ণনায় উম্মু মুবাশশির (রাযিঃ) এর নাম অতিরিক্ত এসেছে।
আর ইবনে ফুযায়লের বর্ণনায় যায়দ ইবনে হারিসার স্ত্রীর থেকে বলা হয়েছে। আর মুআবিয়ার থেকে ইসহাকের যে বর্ণনা তাতে তিনি কখনও উম্মু মুবাশশির (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) ......... থেকে আবার কখনও তার নাম ছাড়াই বর্ণনা করেন। আর এরা সকলেই নবী (ﷺ) থেকে ঐ রূপ হাদীস বর্ণনা করেছেন, যেরূপ বর্ণনা করেছেন আতা (রাহঃ) আবু যুবাইর ও আমর ইবনে দীনার (রাহঃ)।
আর ইবনে ফুযায়লের বর্ণনায় যায়দ ইবনে হারিসার স্ত্রীর থেকে বলা হয়েছে। আর মুআবিয়ার থেকে ইসহাকের যে বর্ণনা তাতে তিনি কখনও উম্মু মুবাশশির (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) ......... থেকে আবার কখনও তার নাম ছাড়াই বর্ণনা করেন। আর এরা সকলেই নবী (ﷺ) থেকে ঐ রূপ হাদীস বর্ণনা করেছেন, যেরূপ বর্ণনা করেছেন আতা (রাহঃ) আবু যুবাইর ও আমর ইবনে দীনার (রাহঃ)।
باب فَضْلِ الْغَرْسِ وَالزَّرْعِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ مُحَمَّدٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، كُلُّ هَؤُلاَءِ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، . زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ عَنْ عَمَّارٍ، وَأَبُو كُرَيْبٍ فِي رِوَايَتِهِ عَنْ أَبِي مُعَاوِيَةَ، فَقَالاَ عَنْ أُمِّ مُبَشِّرٍ، وَفَى رِوَايَةِ ابْنِ فُضَيْلٍ عَنِ امْرَأَةِ، زَيْدِ بْنِ حَارِثَةَ وَفِي رِوَايَةِ إِسْحَاقَ عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ رُبَّمَا قَالَ عَنْ أُمِّ مُبَشِّرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُبَّمَا لَمْ يَقُلْ وَكُلُّهُمْ قَالُوا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِ حَدِيثِ عَطَاءٍ وَأَبِي الزُّبَيْرِ وَعَمْرِو بْنِ دِينَارٍ .


বর্ণনাকারী: