আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৭৭৭
আন্তর্জাতিক নং: ১৫৩৬-১৬
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৭. জমি বর্গা দেওয়া
৩৭৭৭। শায়বান ইবনে ফাররুখ (রাহঃ) ......... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, সুলাইমান ইবনে মুসা (রাহঃ) আতা-কে জিজ্ঞাসা করলেন আপনার নিকট জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কি এ কথা (হাদীস) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার জমি আছে সে যেন তা চাষবাদ করে অথবা তার অপর ভাইকে চাষ করার জন্য প্রদান করে তা বর্গা দিবে না। তিনি বললেন- হ্যাঁ।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى عَطَاءً فَقَالَ أَحَدَّثَكَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلاَ يُكْرِهَا " . قَالَ نَعَمْ .