আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৭৪২
আন্তর্জাতিক নং: ১৫৩৯-১০
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৪. শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ’আরায়া’ হারাম নয়
৩৭৪২। আবুর রাবী, আবু কামিল ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) সূত্রে উক্ত সনদে বর্ণনা করেন যে, অনুমানের ভিতিতে আরায়া ধরনের ক্রয়-বিক্রয় করতে রাসূলুল্লাহ (ﷺ) অনুমতি প্রদান করেছেন।
كتاب البيوع
باب تَحْرِيمِ بَيْعِ الرُّطَبِ بِالتَّمْرِ إِلاَّ فِي الْعَرَايَا
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، بِهَذَا الإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا .
বর্ণনাকারী: