আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৪৬
৭২৯. যে ব্যক্তি রাতের প্রথমাংশে ঘুমিয়ে থাকে এবং শেষ অংশকে (ইবাদত দ্বারা) প্রাণবন্ত রাখে।
সালমান (রাযিঃ) আবু দারদা (রাযিঃ)-কে (রাতের প্রথমাংশে) বললেন, (এখন) ঘুমিয়ে পড়, শেষরাত হলে তিনি বললেন, (এখন) উঠে পড়। (বিষয়টি অবগত হয়ে) নবী (ﷺ) ইরশাদ করলেনঃ সালমান যথার্থ বলেছে।
১০৭৯। আবুল ওয়ালীদ ও সুলাইমান (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, রাতে নবী (ﷺ) এর নামায কেমন ছিল? তিনি বললেন, তিনি প্রথমাংশে ঘুমাতেন, শেষাংশে জেগে নামায আদায় করতেন। এরপর তাঁর শয্যায় ফিরে যেতেন, মুয়াযযিন আযান দিলে দ্রুত উঠে পড়তেন, তখন তাঁর প্রয়োজন থাকলে গোসল করতেন,অন্যথায় উযু করে (মসজিদের দিকে) বেরিয়ে যেতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন